‘কিছু মন্ত্রী লোভী, চাহিদার কোনও শেষ নেই’, সাংসদ কল্যাণের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

“দলের কিছু মন্ত্রীর চাহিদার কোনও শেষ নেই৷ কিছু মন্ত্রী খুব উচ্চাভিলাষী এবং লোভী। কীভাবে অন্যকে বিভ্রান্ত করা যায়, তা এই মন্ত্রীরা জানেন।”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট ঘিরে দলের অন্দরেই বিতর্কের ঝড় উঠেছে, জল্পনাও বেড়েছে৷

শুক্রবার কল্যাণ নিজের ফেসবুক পেজে ইংরেজিতে এই পোস্টটি করেছেন৷ তিনি লিখেছেন, ” করোনা-কালে, গত ৮ মাস তৃণমূল কর্মীরা যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, পরিষেবা দিয়েছে, তার তুলনা নেই৷ মানুষের পাশে দাঁড়াতে কাউকে মন্ত্রী হতে হয় না”৷

এর পরেই দলের মন্ত্রীদের প্রতি তাঁর কটাক্ষ, “Still I find some ministers are too ambitious and greedy. They need everything in their hands. They know the art how to misled others”৷ তবুও আমি দেখছি, দলের কিছু মন্ত্রীর চাহিদার শেষ নেই৷ এরা খুব উচ্চাভিলাষী এবং লোভী। এদের সব কিছু চাই। কীভাবে অন্যকে বিভ্রান্ত করা যায় তা এরা জানেন”।

এই পোস্টের জেরে সামাজিকমাধ্যমে কার্যত ঝড় উঠেছে৷ অসংখ্য দলীয় কর্মী তথা সাধারণ মানুষ কল্যাণের এই বক্তব্যকে সমর্থন করেছেন৷ এই পোস্ট নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, “আমি যা লিখেছি, সত্যি কথা লিখেছি৷ স্পষ্ট কথায় আমার কোনও কষ্ট নেই৷”

আরও পড়ুন-নাম না করে শুভেন্দু- রাজীবকে বুদ্ধিদীপ্ত কটাক্ষ উদয়ন গুহ’র

Previous articleনাম না করে শুভেন্দু- রাজীবকে বুদ্ধিদীপ্ত কটাক্ষ উদয়ন গুহ’র
Next articleট্রাক্টরে চেপে ৬ মাসের রসদ নিয়ে বিক্ষোভে যোগ কয়েক হাজার কৃষকের