মুখ্যসচিব-ডিজিকে ডাকতে পারে না কেন্দ্র: কল্যাণ

মুখ্যসচিব এবং ডিজিকে ডাকতে পারে না কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছেন, আইনের উর্ধ্বে কেউ নন। তাই অমিত শাহের অঙ্গুলি হেলনে তাঁকে কাজ না করার না করার পরামর্শ দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। একই সঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় সেখানে কেন্দ্র কোনভাবেই হস্তক্ষেপ করতে পারে না। এরই পাশাপাশি, লোকাল পুলিশকে না জানিয়ে বিজেপি সভাপতি যেভাবে ব়্যালি করেছেন তা ঠিক নয় বলেও মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

“কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। ইট মারলে পাটকেল খেতে হবে”- রাজ্যপালের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি। নাড্ডার কনভয়ে আমলার ঘটনা নিয়ে রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন কল্যাণ।

হুগলি চণ্ডীতলায় বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের প্রকল্প সংক্রান্ত একটি লিফলেট বিলি করেন।

আরও পড়ুন-ছররা গুলি: জখম আরও বলে দাবি বিজেপির, পাল্টা তোপ গৌতমের

Previous articleছররা গুলি: জখম আরও বলে দাবি বিজেপির, পাল্টা তোপ গৌতমের
Next articleপ্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, দেশবাসীকে সাবধান করলেন অপর্ণা সেন