প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, দেশবাসীকে সাবধান করলেন অপর্ণা সেন

প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, সাবধান। নিজের টুইটার (twitter)হ্যান্ডেলে কার্যত এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দেশবাসীকে সাবধান করলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন(aparna sen)। টুইটারে তিনি লিখেছেন দয়া করে দেশের কোনও ঘটনার প্রতিবাদ করবেন না। হয়তো বলা হতে পারে আপনি টুকরো টুকরো গ্যাং-এর প্রতিনিধি। আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে । তাই সাবধান।

অপর্ণা আরও বলেন গণতান্ত্রিক সংকটের কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না। নাম না করে সরাসরি সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi)বিরুদ্ধে। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন প্রতিবাদ করলেই যে কোনও মুহূর্তে আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে । এর আগেও সিএএ-এনআরসির বিরুদ্ধে অপর্না বিরোধিতায় মুখর হয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন বারবার শুধু মুসলিমরাই আক্রমণের শিকার হচ্ছে।
অপর্ণা বলেন স্বাধীনতার পরে জরুরি অবস্থা ছিল গণতন্ত্রের একটি কলঙ্কিত অধ্যায় যা ক্রমশ আরো ভয়াবহ রূপ নিয়েছে।

আরও পড়ুন-মুখ্যসচিব-ডিজিকে ডাকতে পারে না কেন্দ্র: কল্যাণ

Previous articleমুখ্যসচিব-ডিজিকে ডাকতে পারে না কেন্দ্র: কল্যাণ
Next articleবিকেলে চা খেলেন বুদ্ধবাবু, স্যুপ আবদার করলেন রাতে