TRP জালিয়াতি : এবার গ্রেফতার রিপাবলিক টিভির CEO বিকাশ খানচন্দানি

এবার ভুয়ো টিআরপি (TRP) মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির (Republic Tv) সিইও (CEO) বিকাশ খানচন্দানি (vikas khanchandani)। রবিবার সকালেই মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করেছে তাঁকে। অক্টোবর মাসে এই মামলায় তাঁকে জেরা করা হয়েছিল।

উল্লেখ্য, গত অক্টোবরে ভুয়ো টিআরপি মামলা প্রকাশ্যে আসে। সেই সময় মুম্বই পুলিশের কর্তা পরমবীর সিং জানান, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) এর তরফে নিযুক্ত ফার্ম হানসার তরফে টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপির অভিযোগ ওঠে। তারপরই তদন্তে নামে মুম্বই পুলিশ (Mumbai Police)। পরে পুলিশ জানায়, টাকা দিয়ে টিআরপি (TRP) বাড়ানোর কাজে জড়িত তিনটি চ্যানেল।

এই টিআরপি (TRP) দুর্নীতির জেরে অক্টোবরের (October) মাঝামাঝি সময় থেকে আপাতত সংবাদ চ্যানেলের রেটিং বন্ধ রেখেছে বার্ক (BARC)। কোনও ভাষার সংবাদ চ্যানেলের জন্যই আপাতত সাপ্তাহিক টেলিভিশন রেটিং পয়েন্টস (TRP) দেওয়া হচ্ছে না।

এই মামলায় রিপাবলিক (Republic Tv) ছাড়াও নাম জড়ায় দুটি স্থানীয় চ্যানেলের। সেই দুটি হল- ফাকত মারাঠি (Fakt Marathi) এবং বক্স সিনেমা (Box Cinema)। নিজেদের সাংবাদিকতার মধ্যমে মহারাষ্ট্র সরকারকে আক্রমণ শানানোর জেরেই নাকি রিপাবলিকের (Republic Tv) নাম বদনাম করার চেষ্টা করছে মুম্বই পুলিশ, পালটা অভিযোগ এনেছিলেন রিপাবলিক চ্যানেলের (Republic Tv) এডিটর ইন চিফ (Editor-in-chief) অর্ণব গোস্বামী (Arnab Goswami)। গোস্বামীর কথায়, ‘বার্কের (BARC) অভিযোগে রিপাবলিকের নাম নেই। ভারতের মানুষ আসল সত্যিটা জানেন।’

আরও পড়ুন-ভারতে হামলার চালাতে মালয়েশিয়া থেকে ফান্ডিং, RAW-এর অনুসন্ধানে জাকির যোগ

Previous articleওপেনার হিসাবে ময়ঙ্কের পাশে শুভমনকে দেখতে চান বেঙ্গসরকর
Next articleরাজীবের সঙ্গে বৈঠকে পার্থ, রয়েছেন পিকেও, সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত