“বিজেপিতে যাবো না, শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই”, অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি

“বিজেপিতে যাবো না৷ বিজেপিতে যোগ দেওয়ার কথা কখন বলেছি? শনিবারের অমিত শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই৷” জল্পনা অনেকটাই মিইয়ে দিয়ে শেষপর্যন্ত এ কথাই জানিয়ে দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি৷

শুক্রবার এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জিতেন্দ্র তিওয়ারি মুক্তকন্ঠে বলেছেন, ” হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অথবা কোথাও নেই৷” শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জিতেন্দ্র স্পষ্টভাবে বলেছেন, “শুভেন্দু অধিকারীকে আমার ভালো লাগে, আমি পছন্দ করি৷ কাউকে পছন্দ করি মানেই তাঁর সঙ্গে যেতে হবে ? আমি তো কেজরিওয়ালকে পছন্দ করি, তেজস্বী যাদবকেও ভালো লাগে৷ এর মানে কী আমাকে কেজরি বা তেজস্বীর দলে যেতে হবে ? এটা কেমন কথা !”

এক প্রশ্নের উত্তরে তিনি ফিরহাদ হাকিম সম্পর্কে বলেন, “আসানসোলের মানুষকে বঞ্চনা করার জবাব একুশের ভোটে উনি পাবেন৷” তিনি বলেন, “মন খারাপ, তাই কলকাতায় এসেছি মেয়ের কাছে। আমি এখন কোনও দলে নেই৷ আমাকে রাজনীতি করতেই হবে, এর কোনও মানে নেই৷ রাজনৈতিক কারনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার কোনও প্রশ্নই নেই, এমনিতে যেতেই পারি”৷

দৃঢ়কন্ঠেই জিতেন্দ্র তিওয়ারি এদিন বলেন, “পরিকল্পিতভাবে রটানো হচ্ছে আমি বিজেপিতে যোগ দিচ্ছি৷ কবে আমি একথা বলেছি? রাজনীতিতে থাকলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো, না হলে রাজনীতিই করবো না৷ এখন আমি কোনও রাজনৈতিক দলে নেই। দু’দিন পরিবারের সঙ্গে কাটাবো। তারপর আমার আগের পেশা, আইনজীবী হিসেবে আদালতে ফিরবো।”

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ বৈশালীর, বাড়ছে তৃণমূল ত্যাগের জল্পনা

Previous article২৫ ডিসেম্বর হলে আসবে বাঘিনী, তৈরি তো সবাই ?
Next articleতৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক বনশ্রী মাইতি