Thursday, November 6, 2025

বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Date:

সম্প্রতি দু’দিনের রাজ্য সফরে একাধিক তৃণমূল(TMC) বিধায়ক(MLA) ও সাংসদকে(MP) বিজেপি(BJP) পতাকা হাতে ধরিয়ে বঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে দিল্লি ফিরেছেন অমিত শাহ(Amit Shah)। হুঁশিয়ারি দিয়েছেন, এবার বাংলায় ২০০ আসন জিতবে বিজেপি। তবে অমিত শাহের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সোমবার ঠিক এমনই বার্তা দিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। শুধু তাই নয়, বিজেপি যদি এবার বাংলায় দুই সংখ্যার অংক পার করতে পারে তবে টুইটার ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তবে গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে বঙ্গ নির্বাচনের দিকেই। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে কড়া নজর ছিল সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির। এ পরিস্থিতির মাঝেই টুইট করে প্রশান্ত কিশোর লিখেন, ‘অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে।’ এরপর তিনি আরো দাবি করেন, ‘এই টুইট সেভ করে রাখুন যদি বিজেপি এরচেয়ে ভালো ফল করে তবে আমি এই মাধ্যম ছেড়ে দেবো।’

আরও পড়ুন:মিমের পর এবার বাংলায় প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিপাকে পড়তে পারে বিজেপি

প্রসঙ্গত, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে দলের অন্দরে। প্রসাদ কিশোরকে মেনে নিতে পারছেন না দলের একাধিক আদি নেতৃত্ব। যার জেরেই দলত্যাগের হিড়িক বাড়ছে। এহেন অবস্থায় প্রশান্ত কিশোরের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...

টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে...
Exit mobile version