শর্তসাপেক্ষে জামিন পেলেন গরু পাচার কাণ্ডে ধৃত BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমার

শর্তসাপেক্ষে জামিন পেলেন গরু পাচার কাণ্ডে ধৃত BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমার। CBI আইনজীবীর দাবি খারিজ করে ব্যক্তিগত ৫ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে ধৃত সতীশ কুমারের জামিন মঞ্জুর করে আসানসোল CBI আদালত।

এদিন আদালতে CBI আইনজীবীর দাবি খারিজ করে দেন বিচারক। CBI যখনই ডাকবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে, এই শর্তসাপেক্ষে সতীশ কুমারের জামিন মঞ্জুর করে আসানসোল CBI আদালত। গরু পাচার কাণ্ডে CBI-এর হাতে গ্রেফতার হন BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমার। আদালতের নির্দেশে জেল হেফাজতেই ছিল সে। এদিন তার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়। এরপরই এদিন সতীশ কুমারকে আসানসোল CBI আদালতে পেশ করা হয়। বিচারক ৫ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন- দল বদল হোক, ঘর ভাঙবেন না: জয় বন্দ্যোপাধ্যায়

Previous articleফের শ্লীলতাহানি কলকাতায়
Next articleকংগ্রেস নেতা মোতিলাল ভোরা প্রয়াত