আত্মনির্ভরতার শক্তি বাড়ছে দেশের, মন কি বাতে প্রধানমন্ত্রী

বছরশেষের মন কি বাতে (man ki bat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister narendra modi) মুখে আত্মনির্ভরতার জয়গান। দেশ এখন আত্মনির্ভরতার সংকল্পে উজ্জীবিত হয়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। করোনা আবহে দেশ নতুন করে আত্মনির্ভরতার শিক্ষা নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

৭২তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করে নতুন বছরে স্থানীয় পণ্য ব্যবহারের জন্য দেশবাসীকে সংকল্প নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিল্পপতিদের কাছে দেশিয় পণ্যের সঠিক গুণমান বজায় রাখারও আর্জি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি একক ব্যবহার্য প্লাসটিকের ব্যবহার বন্ধ করে স্বচ্ছ ভারতের সংকল্প বাস্তবায়িত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-ক্রমশ সচ্ছল দেশের অর্থনীতি, ৫ বছরে ব্রিটেন ও ১০ বছরে টপকে যাবে জার্মানিকে

Previous articleক্ষোভ উগরে দিলেন ফেসবুকে, তবে ‘বেসুরো’ না উদয়ন গুহ
Next articleদিল্লিতে কৃষক আন্দোলন : সমর্থনে অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা