কেন সৌরভ-রাজ্যপাল দীর্ঘ বৈঠক? জল্পনার পারদ উস্কে লুকিয়ে ছাড়লেন রাজভবন

অভিষেক-শুভেন্দু (Abhishek-Shuvendu) রাজনৈতিক লড়াইয়ের মাঝে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপালের দীর্ঘ বৈঠকের ( Saurav-governor meeting) কারণে। রবিবার হঠাৎই বিকেল সোয়া চারটে নাগাদ সৌরভ রাজভবনে আসেন। চিত্র সাংবাদিকদের সামান্য ছবি তোলার সুযোগ দিয়ে রাজভবনে ঢুকে যান। দীর্ঘ দেড় ঘন্টার বেশি বৈঠকের পরে সাংবাদিকদের এড়িয়ে বেরিয়ে যান অন্য গেট দিয়ে।

কেন এই বৈঠক? কেন এই দীর্ঘ বৈঠক? সেটা কী একান্তই ব্যক্তিগত? নাকি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের ( home ministry) নির্দেশে সৌরভের কাজ শুরু হয়ে গেল? এ জল্পনা অব্যাহত। কারণ, সৌরভের বাংলার রাজনীতিতে পদার্পণ নিয়ে কানাঘুষো তুঙ্গে। সৌরভ কী করবেন, সে নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে সৌরভের অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ায় সেই জল্পনা আরও মাথা চাড়া দিয়েছে। তাহলে কী সৌরভ বিজেপির মুখ ( Face of Bjp) হচ্ছেন আগামী ভোটে? চাপান-উতোর অব্যাহত। যদিও এই বৈঠক নিয়ে রাজ্যপাল বলেন, “সৌরভের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। উনি ইডেনে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন”।

আরও পড়ুন- গেরুয়া নীতি-আদর্শ বা কর্মসূচি নয়, দাঁতনে ব্যক্তিগত আক্রোশ মেটানোর ভাষণ শুভেন্দুর

Previous articleগেরুয়া নীতি-আদর্শ বা কর্মসূচি নয়, দাঁতনে ব্যক্তিগত আক্রোশ মেটানোর ভাষণ শুভেন্দুর
Next articleপুজো দিয়ে গুরুজনের পা ছুঁয়ে ব্লক ভিত্তিক জনসভার সূচনা করলেন বিমল গুরুং