বাংলা দলের নির্বাচক নিয়ে বিতর্ক তুঙ্গে

বাংলা ক্রিকেটে ( bengal cricket ) সিনিয়র দলের নির্বাচক নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলা দলের নতুন নির্বাচক হন প্রবাল দত্ত (Prabal Dutta)। সেই প্রবাল দত্তর নির্বাচক হওয়া নিয়েই উঠছে নানা প্রশ্ন।

বুধবারই বাংলা সিনিয়র দলে নির্বাচক করা হয় প্রবাল দত্ত এবং অলোকেন্দু লাহিড়ী কে। এদের নির্বাচক করা নিয়েই বিতর্কে সূত্রপাত। মাত্র একটি প্রথম শ্রেনীর ম‍্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রবাল দত্তের। মাত্র একটি প্রথম শ্রেনীর ম‍্যাচ খেলার সুবাদে কী করে রাজ‍্য দলের নির্বাচক হল, আর কী করেই বা তাতে রাজ‍্য ক্রিকেট সংস্থা অনুমোদন দিল? তা নি উঠছে প্রশ্ন।

যদিও লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রবাল দত্তের নির্বাচক হওয়া নিয়ে কোন সমস্যা নেই। কারন সুপারিশে বলা আছে, প্রথম শ্রেনীর ম‍্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেই রাজ‍্য দলের নির্বাচক হতে পারবেন সেই ব‍্যক্তি।

আরও পড়ুন:রাজধানী দিল্লির ১৫ বছরে শীতলতম নববর্ষ

Advt

Previous articleহাথরসের বিতর্কিত জেলাশাসক প্রবীণ কুমারকে সরাল যোগী সরকার
Next articleশহরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত আরও ১, দেশে নতুন স্ট্রেনের সংখ্যা বেড়ে ২৯