টুইটার থেকে বিতাড়িত ট্রাম্প, পোয়াবারো হল মোদির!

টুইটার (twitter) থেকে তাঁর বন্ধু ট্রাম্প (trump) বিতাড়িত হওয়ার পর সোশ্যাল মিডিয়া সাম্রাজ্যে পোয়াবারো হল মোদির (modi)। হিংসায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (donald trump) অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। তারপর দেখা যাচ্ছে বর্তমান রাষ্ট্রনেতাদের মধ্যে টুইটারে ফলোয়ার সংখ্যার বিচারে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। বর্তমানে মোদির টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৪০ লক্ষ ৭০ হাজার পেরিয়েছে। যতদিন ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সচল ছিল, ততদিন মার্কিন প্রেসিডেন্টের ফলোয়ারের সংখ্যা ছিল ৮ কোটি ৮০ লক্ষ ৭০ হাজারের বেশি। তাঁকে টুইটার থেকে বিতাড়নের পর এখন সেই শীর্ষ স্থান দখল করলেন মোদি। যদিও প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতাদের মিলিয়ে বিচার করলে এখনও সবচেয়ে এগিয়ে বারাক ওবামা (obama)। টুইটারে সর্বোচ্চ ফলোয়ার সংখ্যা এখনও অটুট এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। বারাক ওবামার ফলোয়ারের সংখ্যা এই মুহূর্তে ১২ কোটি ৭০ লক্ষ ৯০ হাজারের বেশি। অন্যদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (biden) এই তালিকার অনেকটা পিছনের দিকে রয়েছেন। তাঁর ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি।

প্রসঙ্গত, নজিরবিহীনভাবে ক্যাপিটল হিলে (capitol hill) ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালানোর পর সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটার স্থায়ীভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিযেছে। টুইটার জানিয়েছে, সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত টুইট বিচার করে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। না হলে পরবর্তী সময়ে তাঁর টুইট থেকে বিপজ্জনকভাবে হিংসা ছড়ানোর সম্ভাবনা থেকে যেতে পারে। তবে শুধু ট্রাম্পই নন, তাঁর দুই সঙ্গী, আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ও অ্যাটর্নি সিডনি পাওয়েলের অ্যাকাউন্টও স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধেও মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করার অভিযোগ ছিল।

আরও পড়ুন-‘বন্ধু চিনতে ভুল করেছি’, হতাশ নীতীশের গলায় বিষাদের সুর

Advt

Previous articleদার্জিলিঙে বিশ্ব রেকর্ড! ৭৫ ঘণ্টা ধরে কী করলেন ৩০০ জন
Next articleলাদাখে সীমান্ত পেরিয়ে আটক হওয়া চিনা সেনাকে ফেরত পাঠালো ভারত