কেরলের বিরুদ্ধে ড্র লাল-হলুদের

আইএসএলে( isl) দ্বিতীয় লেগে কেরলা ব্লাস্টর্সের(kerala blasters) বিরুদ্ধে পিছিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন স্কট নেভিল( Scott Neville) ।

প্রথম লেগে পুনরাবৃত্তি যেন ঘটল দ্বিতীয় লেগে। প্রথম লেগে কেরলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল রবি ফাউলারের দল। তারই যেন রিপ্লে দেখল ফুটবল দর্শক। শুক্রবার ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় কেরলা ব্লাস্টার্স। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে গোলশূন‍্য থাকে প্রথমার্ধের ম‍্যাচ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের আক্রমণের শান দেন কিভুর কেরল। যার ফলে ম‍্যাচের ৬৪ মিনিটে কেরলের হয়ে প্রথম গোলটি করেন জর্ডন মারে। এরপরই যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটা পরিবর্তন আনেন ফাউলার। ম‍্যাচের ইনজুরি টাইমে লাল-হলুদের হয়ে সমতা ফেরান স্কট নেভিল। যার ফলে কেরলের বিরুদ্ধে এক পয়েন্ট পেল লাল-হলুদ শিবির। এদিন ম‍্যাচে নজর কারেন তিনি। ম‍্যাচে এদিন বেঙ্গালুরু এফসি থেকে আসা অজয় ছেত্রীকে মাঠে নামান ফাউলার। আক্রমণে গেলেও গোল পাননি ব্রাইট। তবে এত কিছুর মধ‍্যেও এদিন দলের ডিফেন্স নিয়ে প্রশ্ন থেকে গেল। যা চিন্তায় রাখতেই পারে লাল-হলুদ কোচ রবি ফাউলারকে।

আরও পড়ুন:মুস্তাক আলি পরবর্তী ম‍্যাচে বাংলার মুখোমুখি অসম

Advt

Previous articleকর্নাটকের ধারওয়ারে টেম্পো-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১
Next articleটিআরপি কাণ্ড: অর্ণব ও প্রাক্তন বার্ক সিইও–র কথোপকথন ভাইরাল