অবসর নিয়ে নতুন ভূমিকায় রুনি

সম্ভবত পাকাপাকি ভাবে অবসর নিলেন ওয়েন রুনি( Wayne Rooney)। শুক্রবার একটি দ্বিতীয় ডিভিশন ক্লাব ডার্বি কাউন্টির (derby county) ম‍্যানেজার হন তিনি। তারপর থেকে জল্পনা দেখা দেয়, তবে কি ফুটবলার রুনি ফুটবলকে বিদায় জানালেন। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানি তিনি।

ডার্বি কাউন্টির দায়িত্ব নিয়ে রুনি বলেন,” ডার্বি কাউন্টি সত্যি ভাল কিছুর ক্ষমতা রাখে। আমার কাছে অন‍েক প্রস্তাব ছিল। কিন্তু আমি ওদেরকে বেছে নেই। এই মুহূর্তে লিগ টেবিলের শেষে আছে ডার্বি কাউন্টি।

৩৫ বছরের এই ফুটবলার ইংল‍্যান্ডের হয়ে করেছে ৫৩ টা গোল। ক্লাব স্তরে করেছে ২৩৭ টি গোল। যার মধ‍্যে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে করেছে ১৮৩ গোল। ২০২০ সালে ডার্বি কাউনটিতে ফটবলার-কোচ হিসাবে যোগ দেন রুনি। ডার্বি কাউন্টির প‍্যারফমেন্স খারাপ হওয়ায় গত নভেম্বরে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ফিলিপ কোকুকে। তারপর থেকে অস্থায়ী ভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় রুনির হাতে। এরপরই দল ভাল খেলতে শুরু করে। শুক্রবার একেবারে পাকাপাকি ভাবে দায়িত্ব তুলে দেওেয়া হয়। যার কারণে সম্ভবত আর ফুটবলার হিসাবে রুনিকে মাঠে নাও দেখা যেতে পারে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Previous articleঅপেক্ষার অবসান, আজ থেকে শুরু বিশ্বের সবচেয়ে বড় কোভিড-১৯ টিকাকরণ অভিযান
Next articleদেশজুড়ে সার্ভার বিভ্রাট, শুরুতেই ধাক্কা খেলো করোনা টিকাকরণ কর্মসূচি