Wednesday, November 12, 2025

বড় চমক, তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় দুই টলিউড অভিনেত্রী কৌশানি-পিয়া

Date:

Share post:

বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির ঢেউ লেগেছে টলিপাড়ায়। সম্প্রতি টলি অভিনেতা সৌরভ দাসের(Sourav Das) পর রবিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু(Bratya Basu) ও কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে(TMC) যোগ দিলেন টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়(Kousani Mukherjee) ও পিয়া সেনগুপ্ত(Piya Sengupta)।

রবিবার ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তাঁর আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। তাই আমার বিশ্বাস, আবার মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। আমি চাই আমার দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক।’ পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়ে ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত বলেন, ‘ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত আমি। আমার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করতেন সম্মান করতেন। যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই। তবে আমি তৃণমূলে যোগ দিচ্ছি সর্বদা এই দলের পাশে থাকবো। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই আমি। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব।’ পাশাপাশি গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে সোচ্চার হোন পিয়া। তিনি বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে এভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে তার ধিক্কার জানাচ্ছি আমি।’

আরও পড়ুন:বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রী অরূপ রায়কে

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে বিজেপিকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, দেশের শিল্প জগত বর্তমানে সংকটের মুখে দাঁড়িয়ে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের হুমকি দেওয়া হচ্ছে। আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হয়েছে। তবে এ রাজ্যের পরিস্থিতি তেমনটা নয়। এখানে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, কিন্তু তাদের হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় আসলে বাকস্বাধীনতা থাকবে না বলেও অভিযোগ করেন তিনি।

Advt

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...