Thursday, December 4, 2025

বড় চমক, তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় দুই টলিউড অভিনেত্রী কৌশানি-পিয়া

Date:

Share post:

বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির ঢেউ লেগেছে টলিপাড়ায়। সম্প্রতি টলি অভিনেতা সৌরভ দাসের(Sourav Das) পর রবিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু(Bratya Basu) ও কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে(TMC) যোগ দিলেন টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়(Kousani Mukherjee) ও পিয়া সেনগুপ্ত(Piya Sengupta)।

রবিবার ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তাঁর আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। তাই আমার বিশ্বাস, আবার মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। আমি চাই আমার দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক।’ পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়ে ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত বলেন, ‘ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত আমি। আমার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করতেন সম্মান করতেন। যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই। তবে আমি তৃণমূলে যোগ দিচ্ছি সর্বদা এই দলের পাশে থাকবো। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই আমি। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব।’ পাশাপাশি গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে সোচ্চার হোন পিয়া। তিনি বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে এভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে তার ধিক্কার জানাচ্ছি আমি।’

আরও পড়ুন:বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রী অরূপ রায়কে

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে বিজেপিকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, দেশের শিল্প জগত বর্তমানে সংকটের মুখে দাঁড়িয়ে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের হুমকি দেওয়া হচ্ছে। আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হয়েছে। তবে এ রাজ্যের পরিস্থিতি তেমনটা নয়। এখানে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, কিন্তু তাদের হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় আসলে বাকস্বাধীনতা থাকবে না বলেও অভিযোগ করেন তিনি।

Advt

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...