জননাঙ্গ প্রদর্শন যৌন হেনস্থা নয়: বোম্বে হাইকোর্ট

যৌন নির্যাতন (physical molestation)নিয়ে বিতর্কিত রায় দিয়ে ,(controversial order by Bombay High court) ফের গণ সমালোচনার কেন্দ্রে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, জননাঙ্গ প্রদর্শন যৌন নির্যাতন নয়়। বিচারপতি  জানিয়েছেন ২০১২ সালের পকসো আইনের আওতায় এই রায়।

৫০ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে । আদালতের দ্বারস্থ হয় শিশুর পরিবার।সেই ঘটনার পরিপেক্ষিতে ২৫ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের কারাদণ্ড দিলেও বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গান্ডিওয়ালা আইনের ব্যাখ্যা দিয়ে ওই অভিমত জানিয়েছেন। বারবার বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের রায়ে বিতর্ক তৈরি হয়েছে। দিনকয়েক আগে একটি পৃথক ঘটনায় বিচারপতি গান্ডিওয়ালা বলেন, ত্বকের সঙ্গে সংস্পর্শ না হলে তা যৌন নির্যাতন বলে বিবেচিত হবে না।

Advt

Previous articleকৃষি আইন বাতিল না হলে পদত্যাগ করুন মোদি: বিধানসভায় মুখ্যমন্ত্রী
Next articleকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে কংগ্রেস, তৃণমূল সহ ১৬ দল