ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজে বিরাটের দলকে এগিয়ে রাখলেন ইয়ান

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত-ইংল‍্যান্ড( india vs england) টেস্ট সিরিজে, ভারতীয় দলকে এগিয়ে রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয়া( Australia ) অধিনায়ক ইয়ান চ‍্যাপেল( Ian Chappell) । ইয়ানের কথায় ভ‍ারতের বোলিং এবং ব‍্যাটিং অর্ডার শক্তিশালী, তাই এই সিরিজে অবশ‍্যই বিরাট কোহলির ( virat kohli) ভারতীয় দল অনেক এগিয়ে।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজ নিয়ে এখন দিয়ে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। যার আঁচ পাওয়া গেল প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়কের গলায়।

এদিন তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব প্রতিকূলতা জয় করে দুরন্ত সাফল্যের পরে, ভারতই আসন্ন সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে। এই মুহূর্তে ভারতের আত্মবিশ্বাসও তুঙ্গে। তার সঙ্গে আবার ব্যাটিংয়ে যোগ হচ্ছে বিরাট কোহালির মতো নাম। ফলে দলটা বুলেটপ্রুফ হয়ে উঠবে।’’ তিনি আরও বলেন, ‘‘ বোলিং এ থাকছে আর অশ্বিন, হার্দিক পাণ্ড্য এবং ইশান্ত শর্মা। ফলে ভারতকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে।’’

ভারতের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতে এসেছে ইংল‍্যান্ড দল। তবুও ইংল‍্যান্ডের তুলনায় ভারতকেই এগিয়ে রাখছেন ইয়ান।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Previous articleকাশ্মীরে সন্ত্রাসে মদত দিতে লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ
Next articleভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে আসতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহ