ডুমুরজলাতেই পাল্টা সভা করার কথা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই সভা হবে তৃণমূল কংগ্রেসের (TMC)। এই সভামঞ্চ থেকেই বিজেপির আক্রমণের জবাব দেওয়া হবে৷ এই ঘোষণা করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী ও হাওড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়। তিনি বলেছেন, “আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই পাল্টা সভা করবে তৃণমূল। ওই সভা থেকেই বিজেপিকে উত্তর দেওয়া হবে।

প্রসঙ্গত, হাওড়ার (Howrah) ডুমুরজলায় (Dumurjola) সভা করে বিজেপি (BJP)। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভারচুয়ালি ওই সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
