Monday, May 12, 2025

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী চূড়ান্ত হয়েছে, জানালেন সাংসদ কল্যাণ

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate ) চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ( MP Kalyan Banerjee) ফেসবুক পোস্টে শুক্রবার এ কথা জানিয়েছেন৷

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি তেখালির জনসভায় তৃণমূল সুপ্রিমো নিজেই নন্দীগ্রাম (Nandigram ) কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলেছিলেন, “আচ্ছা, আমি-ই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এটা আমার আবেগের জায়গা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না। ওটাও আমার আবেগের জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। তবে সুব্রত বক্সীকে বলব, নন্দীগ্রামে আমার নামটা চূড়ান্ত করে দিতে৷”

এদিনের ফেসবুক পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রের দলীয় প্রার্থী হিসাবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যেহেতু মমতা নিজেই ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং যেহেতু ওই কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে দ্বিতীয় কোনও নাম উঠে আসেনি, সে কারনেই ধরে নেওয়া যাচ্ছে, কল্যাণবাবু নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই চূড়ান্ত হয়েছে বলে বোঝাতে চেয়েছেন৷

তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই পোস্টটি করেছেন অন্য কারনে৷ তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রে এক প্রার্থীর নাম প্রজেক্ট করছেন কিছু স্বার্থান্ধ কিছু মানুষ৷ এই অপপ্রচার চালাচ্ছে বিজেপি৷ নন্দীগ্রাম ছাড়া কোথাও কোনও প্রার্থী চূড়ান্ত করা হয়নি৷” প্রসঙ্গত, ওই উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন৷

আরও পড়ুন:“আমি বেইমান নই, তাই তৃণমূলে”, ঘাসফুল শিবিরে যোগ দিয়ে বললেন অভিনেতা দীপঙ্কর দে

Advt

spot_img

Related articles

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...