শততম টেস্টে দ্বিশতরান রুটের

শততম টেস্টে দ্বিশতরান করলেন ইংল‍্যান্ড অধিনায়ক ( england captain ) জো রুট( joe root)। এর ফলে তাঁর মুকুটে বসল আরও একটি পালক। ভারত-ইংল‍্যান্ড ( india vs england) প্রথম টেস্টে দুরন্ত ফর্মে রুট। দ্বিশতরান করে ভেঙে দিলেন সব রেকর্ড। পিছনে ফেলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম -উল-হককে।

আরও পড়ুন:আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকার, শ্রীসান্থ

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট। এই ম‍্যাচে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামেন ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট। এদিন ভারতের বিরুদ্ধে ২১৮ রান করেন তিনি। এর ফলে শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন রুট। শততম টেস্টে সব চেয়ে বেশি রানের রেকর্ড এত দিন পর্যন্ত ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধেই বেঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন তিনি।

Advt

Previous articleসদ্য মায়েদের জন্য শরীরচর্চার টিপস দিলেন শুভশ্রী
Next article৫০ হাজার সশস্ত্র বাহিনী, জলকামান নিয়ে কৃষকদের ‘চাক্কা জ্যাম’-এর মোকাবিলায় পুলিশ