Wednesday, December 3, 2025

মমতার সঙ্গেই টলিউড, ফের একঝাঁক তারকার তৃণমূলে যোগদান

Date:

Share post:

সামনেই একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর তার আগে প্রতিদিনই ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, টলি (Tollywood) তারকাদের তৃণমূলে (TMC) যোগদানের হিড়িক। আজ, শনিবারও তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে যোগ দিলেন রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তীদের মতো টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ (MP) দোলা সেন (Dola Sen)। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী (Sohoj Chakraborty).

সম্প্রতি, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বিজেপিতে (BJP) যোগদান করার পর দাবি করেছিলেন, টলিউডের অনেকেই গেরুয়া শিবিরে আসছেন। যদিও সেই ছবি এখনও পর্যন্ত দেখা যায়নি। বরং, রুদ্রনীলের বিরোধিতাই করছেন অভিনেতা-অভিনেত্রীদের একটা বড় অংশ। অর্থাৎ, রুদ্রনীলের মতো বিক্ষিপ্তভাবে টলিপাড়ার কেউ কেউ ভোটের ঠিক আগে গেরুয়া শিবিরে নাম লেখালেও সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যে রয়েছে টলিউড, তা এদিন ফের একবার প্রমাণ হয়ে গেল। টলি তারকাদের যোগদান প্রসঙ্গে দোলা সেন বলেন, “টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যম এরাঁ দর্শকদের মন জয় করেছেন। আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হিসাবেও এরাঁ মানুষের মন জয় করবেন।”

কেন তৃণমূলে যোগদান, কেন সক্রিয় রাজনীতিতে? এ প্রশ্নের উত্তরে ‘ধন্যি মেয়ে’, ‘ইষ্টি কুটুম’-এর মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকের অভিনেত্রী রণিতা দাস বলেন, ”আমরা অভিনয় জগতের মানুষ। সেটা আমাদের পেশা। অভিনয়ের কাজ চলবে। তবে গত ১০ বছর ধরে দিদির সঙ্গেই ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সমর্থক ছিলাম। এখন থেকে তৃণমূলের সদস্য হলাম। দলের পক্ষ থেকে আমাদের যা যা দেওয়া হবে, তা পালন করার চেষ্টা করব। আমাদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা দিদির মতো হতে চাই।”

‘মা’, ‘ইচ্ছে নদী’-খ্যাত অভিনেত্রী শ্রীতমার কথায়, ”কাজ করতে গিয়ে দিদির সান্নিধ্য, আশীর্বাদ পেয়েছি। বিভিন্ন সমস্যায় পাশে পেয়েছি। আমার বাবা একজন সমাজসেবী ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও সমাজের জন্য কাজ করি। তবে একক ভাবে মানুষের সেবা করা সহজ নয়, তাই প্রয়োজন বৃহত্তর প্লাটফর্ম। এবং সেটা তৃণমূল কংগ্রেস।”

প্রসঙ্গত, সৌপ্তিক চক্রবর্তী অভিনয় করেছেন ”জল নূপুর”, ‘জয়বাবা লোকনাথ’ ধারাবাহিকে। দিশা রায় চৌধুরী অভিনয় করছেন ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘জয়বাবা লোকনাথ’ ধারাবাহিকে। তাঁরাও তৃণমূলের সদস্য হতে নিজেদের গর্বিত মনে করছেন। সকলেই ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:কাঁথিতে “জন বিস্ফোরণ”: দ্ব্যর্থহীন ভাষায় শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ অভিষেকের

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...