প্রয়াত অস্কারজয়ী ‘‌দ্য সাউন্ড অফ মিউজিক’‌–এর ক্যাপ্টেন ভন ক্রিস্টোফার

প্রয়াত কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের বাড়ি কানেটিকাটেই। অস্কারজয়ী ক্রিস্টোফারকে ‘‌দ্য সাউন্ড অফ মিউজিক’‌–এর ক্যাপ্টেন ভন হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

১৯২৯ সালের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার প্লামার। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। তিনি বেড়ে ওঠেন টরোন্টো শহরে। হলিউডের বহু বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টোফার। যার মধ্যে উল্লেখযোগ্য ‘দ্যা ম্যান হু উড বি কিং’ ও ‘অল দ্যা মানি ইন দ্যা ওয়র্ল্ড’, ‘‌দ্য ইনসাইডার’‌, ‘আ বিউটিফুল মাইন্ড’।

২০১১ সালে ৮২ বছর বয়সে, ‘বিগিনারস’ ছবির জন্য অস্কার পান প্লামার। সবথেকে বেশি বয়সে অস্কার পাওয়ার রেকর্ড রয়েছে তাঁর দখলে। তারও আগে ২০০৯ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ছবি জন্যও অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

আরও পড়ুন : এবার মাতৃভাষা নিয়ে সরব বলিউড অভিনেতা অনুপম খের

Advt

Previous articleমমতাকে তোপ দেগে বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ডাক দিলেন মোদি
Next articleরানাঘাটের ষষ্টিতলায় মা তারার পুজো