Monday, May 5, 2025

ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনাগোনা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। রবিবার হলদিয়া সরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। এবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে ফের বাংলার প্রসঙ্গ তুলে আনলেন তিনি। একইসঙ্গে কটাক্ষ করলেন রাজ্যসভার তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে(Derek O’Brien)।

সোমবার সংসদ অধিবেশনে বিজেপি সরকারের আমলে দেশের গণতন্ত্রের বেহাল দশা তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। একই সঙ্গে তাঁর দাবি, সংবিধানের বাক স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে এই সরকারের আমলে। এরপর ডেরেকের দাবিকে ফুৎকারে উড়িয়ে নিজের ভাষণে তৃণমূল সাংসদকে রীতিমতো আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যখন বক্তব্য রাখছিলেন আমি ওনার বক্তব্য মন দিয়ে শুনছিলাম। উনি সংবিধানের বাক স্বাধীনতার কথা বলছিলেন, দেশের গণতন্ত্রকে পদদলিত হওয়ার কথা বলছিলেন। আর সেই সব কথা বলতে গিয়ে সুন্দর সুন্দর শব্দের প্রয়োগ করেছিলেন উনি। আমি তো বুঝতেই পারছিলাম না উনি দেশের কথা বলছেন নাকি বাংলার কথা বলছেন? উনি নিজের রাজ্যে সর্বদা এগুলি দেখতে পান। তাই হয়তো সে কথা এখানে বলে ফেলেছেন।’ পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলার রাজনীতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সেই রাজ্যের বাসিন্দারা।’

আরও পড়ুন:‘আন্দোলন বন্ধ করুন’, কৃষকদের কাছে আলোচনায় সমস্যা মেটানোর আর্জি প্রধানমন্ত্রীর

এর পাশাপাশি নেতাজি প্রসঙ্গ তুলে ধরে দেশের শক্তিশালী গণতন্ত্রের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস দেশকে নিরাশ করেছে। ভারতের লোকতন্ত্রের দিকে যারা আঙুল তোলেন তাদের বলব আপনারা আরও ভালো করে জানুন। ভারতের ইতিহাসে লোকতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। ভারত সত্যম শিবম সুন্দরের মন্ত্র মেনে চলে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারিনি যে ভারত লোকতন্ত্রের জননী। আমাদের একথা গর্বের সঙ্গে বলতে হবে, শেখাতে হবে।’ উল্লেখ্য, সোমবার সংসদের প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করেন তৃণমূলের সাংসদরা।

Advt

spot_img
spot_img

Related articles

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...