ফের উত্তরে: রবিবার শিলিগুড়ি শহরে পদযাত্রা মমতার

ভোটের (Election) দিন ঘোষণার পরেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬ মার্চ শিলিগুড়ি (Siliguri) যাচ্ছেন তিনি। পরের দিন শহরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। সেদিনই ফিরবেন কলকাতায়।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।

ফ্রেরুয়ারি মাসের প্রথমে ৪ দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেই সময় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা এবং বঙ্গরত্ন পুরষ্কার প্রদান করেন তিনি।একাধিক প্রশাসনিক ও দলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এমনকী, ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

আরও পড়ুন:  সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা আনিসুরের

লোকসভা ভোটের ফলের নিরিখে প্রথম থেকেই বিধানসভা ভোটের জন্য উত্তরবঙ্গের উপর বাড়তি নজর রেখেছে শাসকদল। গত কয়েক মাসে একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে পদযাত্রা করে তৃণমূল নেত্রী জনসংযোগ আরো মজবুত করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

Advt

Previous article  সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা আনিসুরের
Next articleকোচবিহারে লোকালয়ে ৩টি বাইসনের তাণ্ডব, এলাকায় আতঙ্ক