Sunday, November 9, 2025

‘নন্দীগ্রামে আমিই জিতব’, ব্রিগেড মঞ্চে বললেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

বামেদের ব্রিগেডের(brigade) পর রবিবার বিজেপির(BJP) ব্রিগেড ময়দানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এই কেন্দ্রে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রতিদ্বন্দ্বী তিনি । তবে লড়াইয়ের ময়দানে পিছু হটতে তিনি নারাজ। এ কথা স্মরণ করিয়ে ব্রিগেড ময়দানে তিনি বলেন, ‘নন্দীগ্রামে(Nandigram) মাননীয়াকে আমি হারাবোই। আমিই জিতব নন্দীগ্রামে।’

ব্রিগেডের হাইভোল্টেজ জনসভায় এদিন সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ঐতিহাসিক ব্রিগেড যাঁরা ভরিয়েছেন, সেই গণদেবতাকে প্রণাম। টিম বেঙ্গল বিজেপিকে আন্তরিক শুভেচ্ছা।’ পাশাপাশি তিনি বলেন, ‘২১ বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম। এখন ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না।’ শুভেন্দুর কথায়, ‘এরা ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে’। পাশাপাশি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন শুরু হয়েছে ‘বাংলার গর্ব মমতা’। কেন? বিবেকানন্দ হারিয়ে গেলেন? চৈতন্যদেব হারিয়ে গেলেন বাংলার এত এত মনীষীরা হারিয়ে গেলেন? মাননীয়াকে কেউ বাংলার মেয়ে বলে মানেন না।’

আরও পড়ুন:“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

এরপরই সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে আমি হারাবোই’। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা অনেক আগে নিজেই ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের টিকিট দিয়েছে নেতৃত্ব। ফলে এই কেন্দ্র যে এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...