Friday, December 5, 2025

‘নন্দীগ্রামে আমিই জিতব’, ব্রিগেড মঞ্চে বললেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

বামেদের ব্রিগেডের(brigade) পর রবিবার বিজেপির(BJP) ব্রিগেড ময়দানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এই কেন্দ্রে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রতিদ্বন্দ্বী তিনি । তবে লড়াইয়ের ময়দানে পিছু হটতে তিনি নারাজ। এ কথা স্মরণ করিয়ে ব্রিগেড ময়দানে তিনি বলেন, ‘নন্দীগ্রামে(Nandigram) মাননীয়াকে আমি হারাবোই। আমিই জিতব নন্দীগ্রামে।’

ব্রিগেডের হাইভোল্টেজ জনসভায় এদিন সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ঐতিহাসিক ব্রিগেড যাঁরা ভরিয়েছেন, সেই গণদেবতাকে প্রণাম। টিম বেঙ্গল বিজেপিকে আন্তরিক শুভেচ্ছা।’ পাশাপাশি তিনি বলেন, ‘২১ বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম। এখন ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না।’ শুভেন্দুর কথায়, ‘এরা ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে’। পাশাপাশি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন শুরু হয়েছে ‘বাংলার গর্ব মমতা’। কেন? বিবেকানন্দ হারিয়ে গেলেন? চৈতন্যদেব হারিয়ে গেলেন বাংলার এত এত মনীষীরা হারিয়ে গেলেন? মাননীয়াকে কেউ বাংলার মেয়ে বলে মানেন না।’

আরও পড়ুন:“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

এরপরই সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে আমি হারাবোই’। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা অনেক আগে নিজেই ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের টিকিট দিয়েছে নেতৃত্ব। ফলে এই কেন্দ্র যে এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...