সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের( world test championship ) ফাইনালের মাঠ। ঠিক ছিল জুন মাসে ক্রিকেটের মক্কা লর্ডসে(lords stadium) বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের ফাইনাল আসর। তবে সেই নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

জুন মাসে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই সময় করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে পাল্টে যেতে পারে ফাইনালের মঞ্চ। আইসিসি-র( icc) তরফে এক সংবাদমাধ্যমকে বলা হয়, “খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কোন মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে লর্ডসের কথা আইসিসি ভাবছে না, তা বলাই যায়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড( England cricket bord) এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে কোথায় হবে ফাইনাল। কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করার কথাও ভাবা হচ্ছে, যেমন গত গ্রীষ্মে তৈরি করেছিল ইসিবি।”
আরও পড়ুন:প্রকাশিত হল আইপিএলের দিনক্ষণ, ৯ এপ্রিল থেকে শুরু দেশের এক নম্বর ক্রিকেট লিগ
