নেত্রীর উপর হামলা: দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাবে তৃণমৃল

তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Benarjee) আহত হওয়ার ঘটনার পরে সাংবাদিক বৈঠক করলেন দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ জানাতে শুক্রবার, দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশনে দেখা করবেন তৃণমূলের সংসদীয় দলের নেতা-নেত্রীরা, জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattapadhyay)। দিল্লির নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবে তৃণমূল (Tmc)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা। তারপর সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নেত্রীর যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে। তৃণমূলের ইস্তেহার (Manifesto) তৈরি আছে। সেটাও ঠিক সময়ই প্রকাশিত হবে।

এরপরেই পার্থ চট্টোপাধ্যায়রা প্রশ্ন তোলেন, জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেটা ভেদ করে কীভাবে আঘাত পেলেন? ঘটনা খতিয়ে দেখুন নির্বাচন কমিশন (Election Commission)। কারণ, নির্বাচনী আচরণ বিধি লাঘু থাকায় এখন আইনশৃঙ্খলা কমিশনের অধীন। তৃণমূল মহাসচিব উষ্মা প্রকাশ করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী আহত হলেন, অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিলেন না।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে ৮ দফায় ভোট করানো হচ্ছে। প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের বদলের পর মমতা উপর হামলা হল। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের চক্রান্ত হচ্ছে। নেত্রীর উপর হামলা ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার, রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে তৃণমূল।

Advt

Previous articleমুখ্যমন্ত্রীর ওপর ‘হামলা’র কটাক্ষ তেজস্বী-অখিলেশের, দ্রুত আরোগ্য কামনায় টুইট কেজরিওয়াল-নবীনের
Next articleচ‍্যাম্পিয়নের ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে মরিয়া হাবাস ব্রিগেড