যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো সেরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন মোদির

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে শনিবার সাতক্ষীরার যোগেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের(Sheikh Mujibur Rahman) সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:ঢাকায় পৌঁছল ভারতীয় উপহারের ১২ লক্ষ করোনা টিকার ডোজ

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে মুজিব শতবর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে ঢাকায় শেখ হাসিনার(Sheikh Hasina) সঙ্গে বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বাংলাদেশ সফরের দ্বিতীয় তথা শেষ দিনে সুন্দরবন লাগোয়া জনপদ সাতক্ষীরা যশোর কালী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফল উদ্দেশে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরটিকে সাজিয়ে তোলা হয়। মন্দিরে পুজো দেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। সেখানে বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

Advt

Previous articleকোভিড বিধি মেনে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
Next articleভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত পরেশ রাওয়াল