প্রথম দফার ৩০টিতে শূন্য পাবে বিজেপি: অমিতকে কটাক্ষ মমতার

প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার 24 ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিয়েছেন 30টি আসনের মধ্যে 26 টি পাবেন তাঁরা। আর তার অল্প সময়ের মধ্যেই চণ্ডীপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) কটাক্ষ করে বললেন, প্রথম দফার তিরিশটি আসনে রসগোল্লা পাবে বিজেপি।

রবিবার চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সমর্থনে প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অমিত শাহর দাবিকে নস্যাৎ করে মমতা বলেন, “26 টা কেন তিরিশটাই বলতে পারতো। আমি বলছি ওরা রসগোল্লা পাবে”। এরপরেই তৃণমূল নেত্রী বলেন, আমি আমি কখনও বলি না কত আসন পাব, আমার মানুষের উপর ভরসা আছে। তারাই ভোট দিয়ে আমাদের জেতাবেন”।

এরপরেই বিজেপির (Bjp) বিরুদ্ধে বিভেদমূলক রাজনীতি করার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলায় সবাই একসঙ্গে থাকে, এখন এসেছে সংখ্যালঘুদের ভোট ভাগ করতে”। নাম না করে মিম এর বিরুদ্ধে সরব হন মমতা। বলেন, “হায়দরাবাদের দল থেকে সাবধান। বহিরাগতদের সমর্থন করবেন না, আপনার ঘর দখল করে নেবে”।

আরও পড়ুন:চণ্ডীপুরের সভা থেকে প্রথম দফার ভোট নিয়ে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা

তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে তাঁকেই ভোট দেওয়া। সরকার তিনিই গঠন করবেন। চণ্ডীপুরে আরও একবার একথা জানান মমতা।

Advt

Previous articleরঙের উৎসবে জনসংযোগ সারলেন দলীয় প্রার্থীরা
Next articleঅমিত শাহের দাবিকে ‘স্টান্টবাজি ‘ বলে কটাক্ষ ডেরেকের