Thursday, July 3, 2025

নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের আগমন বেড়েছে, নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূল

Date:

Share post:

একাধিকবার নন্দীগ্রামের(Nandigram) সভামঞ্চে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ তুলেছেন বহিরাগত গুন্ডাদের আগমন নন্দীগ্রামে ব্যাপকভাবে বেড়ে চলেছে। কাঁথিতে উত্তরপ্রদেশের ৩০ জন বহিরাগতকে টাকা সহ আটকও করা হয়। আগামী ১ এপ্রিল রাজ্যে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে নির্বাচন। তার আগে এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ তোলা হয়েছে বিহার উত্তর প্রদেশের পুলিশের পোশাক পরে আদতে নন্দীগ্রামে ঢুকছে দুষ্কৃতীরা। সোমবার নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ পত্র তুলে দেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজারা। অভিযোগপত্রে আরও জানানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুলি থেকে যেন কোনো পুলিশ এই রাজ্যে মোতায়েন না করা হয়।

আরও পড়ুন:বেগতিক বুঝেলেই কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামের জনসভায় গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকানো হচ্ছে। তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউসগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের লোক ঢুকিয়ে অশান্তি বাধাতে চাইছে?’ এরপরই নির্বাচন কমিশনে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গে এই অভিযোগ দায়ের করা হলো তৃণমূলের প্রতিনিধি দলের তরফে। নির্বাচন কমিশনকে চিঠি লিখে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়েছে, নন্দীগ্রামের মত হাইভোল্টেজ কেন্দ্রে সমাজবিরোধী দুষ্কৃতীদের থামাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি এটাও জানানো হয় বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পুলিশ যেন এই রাজ্যে মোতায়েন না করা হয়।

Advt

spot_img

Related articles

শহরবাসীর জন্য সুখবর! পুজোর আগেই নামছে ২০০টি পরিবেশবান্ধব এসি বাস

শহরের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এক বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। পুজোর...

ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় সিনিয়র দলের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ব্রিটিশ বোলাররা। সেই সময়ই অন্যদিকে ১৪...

শুভমনের সেঞ্চুরিতে বড় রানের আশায় ভারত

শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi...

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। 'মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫' নামের নতুন...