পুলওয়ামায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

সেনা (Army)-জঙ্গি (Terrorist) গুলির লড়াইয়ে (Encounter) ফের উত্তপ্ত ভূ-স্বর্গ। ভোর থেকে জঙ্গিদের সঙ্গে লড়াই চলে যৌথ বাহিনীর। এলাকা কর্ডন করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে এলাকা ঘিরে চলছে সংঘর্ষ। জম্মু-কাশ্মীরের পুলওয়ামার (Pulwama)। কাকাপোরা এলাকায় সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের মধ্যে। চলে এনকাউন্টার। এই সংঘর্ষে নিকেশ হয়েছে ১ জঙ্গি। তবে এখনও আরও কয়েকজন লুকিয়ে আছে বলে খবর।

 

জানা গিয়েছে, এই ঘটনায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। গোপন সুত্রে জঙ্গিদের খবর পেয়ে অভিযান চালায় সেনা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে শুরু করে, সেই সময় যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।

Advt