২০২১ আইপিএল( ipl) দিল্লি ক্যাপিটালসের ( delhi capitals) অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ( rishav panth) । শ্রেয়স আইয়রের চোট থাকায়, ছিটকে যান তিনি। শ্রেয়সের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন পন্থ। পন্থের এই নতুন ভূমিকা পালন করা সহজ হবে না বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব।

কপিল দেব এদিন বলেন, “পন্থ অধিনায়ক হয়েছে। তবে অধিনায়কত্বের সাথে দায়িত্বও আসে। পন্থের পক্ষে এটি সহজ হবে না। আমি চেয়েছিলাম ওর ভরডরহীন খেলা দেখতে। তবে যদি ম্যানেজমেন্ট মনে করে যে, অদূর ভবিষ্যতে অধিনায়ক হিসাবে আরও ভাল করতে পারে পন্থ, তবে ঠিক আছে। এই মরসুমে পন্থ নতুন দায়িত্ব কেমন পালন করে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
এরপাশাপাশি কপিল আরও বলেন,” সিনিয়র ক্রিকেটাররা যদি পন্থকে সমর্থন করে তা হলে দলকে পরিচালনা করা তাঁর জন্য কঠিন হবে না।

আরও পড়ুন:উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পর্বে জয় রিয়ালের
