আইপিএলের মাঝে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রস্তুতির সারতে পারবেন কোহলিরা

আইপিএলের (ipl)মাঝে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship )প্রস্তুতি সারতে পারবে বিরাট কোহলি( virat kohli) , রোহিত শর্মারা( rohit sharma)। এমনটাই ব‍্যবস্থা করে দিচ্ছে বিসিসিআই( bcci)। শুক্রবার বোর্ডের তরফ একটি সংবাদ সংস্থাকে এমনটাই জানাল বোর্ডের এক কর্তা।

জুনে হবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। শেষ হবে ৩০ মে। এই সময় কোন ক্রিকেটার যদি লাল বলে অনুশীলন করতে চায়, তাহলে তাঁরা করতে পারে বলে জানান হচ্ছে বিসিসিআই তরফ থেকে।

এদিন এক সংবাদ সংস্থাকে এক বোর্ড কর্তা বলেন,” যদি কোনও টেস্ট ক্রিকেটার মনে করে তার হাতে লাল বলে অনুশীলনের সময় রয়েছে, তাহলে বিসিসিআই তাকে এক সেট লাল ডিউক বল দেবে। ”

তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে ক্রিকেটারদের কোনও রকম জোরাজুরি করা হবে না। এমনিতেই আইপিএলের সূচি খুবই কঠিন। তার মাঝে সময় বের করে কোহলি, রোহিত শর্মারা যদি লাল বলে অনুশীলন করতে চান, তাহলে করতেই পারে। ফলে পুরো ব্যাপারটাই ‘ঐচ্ছিক’ পর্যায়ে রেখেছে বোর্ড।

আরও পড়ুন :করোনা আক্রান্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

 

Advt

Previous articleআব্বাসের ভাই নওশাদকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ভোটের ভাঙড়ে উত্তেজনা
Next articleজম্মু ও কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি