ফের করোনা আক্রন্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরপ্পা। ৮ মাসের ব্যবধানে ফের কোভিড পজিটিভ রিপোর্ট এল ইয়েদুরাপ্পার। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত বছরের অগস্টের শুরুতেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা।

আরও পড়ুন-কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই টিকাকরণের সিদ্ধান্ত পুরসভার, চালু হচ্ছে সেফ হোম

জানা গিয়েছে, ২ দিন আগেই করোনার উপসর্গ ছিল কর্নাটকের মুখ্যমন্ত্রীর। সেই কারণে কোভিড পরীক্ষা হয়ছিল তাঁর। শুক্রবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। প্রবীণ বিজেপি নেতা এই মুহূর্তে বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রন্তের সংখ্যা ১৪,৭৩৮। মৃতের সংখ্যা ৬৬। এই পরিস্থিতিতে শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বি এস ইয়েদুরাপ্পার বৈঠক করার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই সংক্রমণের শিকার হওয়ায় সেই বৈঠক বাতিল হয়েছে।