Friday, August 22, 2025

পঞ্চম দফায় অশান্ত বর্ধমান, মাথা ফাটল পোলিং এজেন্টের

Date:

Share post:

পঞ্চম দফা ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে রাজ্যে। মোট ৬ টি জেলার ৪৫ টি আসনে চলছে ভোট গ্রহণপর্ব। এরই মধ্যে ভোটের শুরুতেই উত্তেজনা ছড়াল বর্ধমান উত্তর কেন্দ্রের সরাইটিকরির ভাসপাড়াতে। বিজেপির অভিযোগ, ভোট কেন্দ্রে যাওয়ার সময়ে তাদের এজেন্টের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল। মহিলাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আক্রান্তের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার ঘণ্টা দুয়েক পরেও কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কোনও তরফেই কাউকে দেখতে পাওয়া যায়নি। আক্রান্ত জানাচ্ছেন, ঘটনার পর সরাইটিকরির ভাসপাড়া এলাকাতে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন-সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ

বিজেপি-র অভিযোগ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০, ৭১, ৭২ ও ৭৩ নম্বর বুথে তাদের এজেন্টকে মারধর করেছে তৃণমূল। অজিত সরকার ও অজিত সরেন নামে দু’জন জখম এজেন্টকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।

অন্যদিকে, বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদীঘি হাইস্কুলের ৩৭ নম্বর বুথের সামনে ঝামেলা হয়। এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লাঠি দিয়ে মেরে সন্দীপ দে নামে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সব ক’টি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পশাপাশি মেমারি বিধানসভার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের ২৩৩ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপি-র এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরে-র আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাদের এজেন্টকে বের করে দেয়। তবে কেন্দ্রীয় বাহিনী সেই এজেন্টকে বুথে বসতে দেয়।

Advt

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...