হাসপাতালে আগুন লেগে জীবন্ত দগ্ধ ৫ কোভিড রোগী

হাসপাতালে আগুন লেগে জীবন্ত দগ্ধ ৫ কোভিড রোগী। ঘটনাটি ঘটেছে ছাত্তিসগড়ের (Chhattisgarh Raipur covid Hospital) রায়পুরে রাজধানী নামক একটি বেসরকারি হাসপাতালে । প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। হাসপাতালের মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জন গিয়েছে, শনিবার রাতে আগুন লাগে। হাসপাতালের যে ওয়ার্ডে মূলত করোনা রোগীদের চিকিৎসা চলছিল সেই ওয়ার্ডের কোনও একটি পাখায় আগুন লাগে। কিন্তু বিশেষ কিছু বুঝে ওঠার আগেই ওই আগুন সারা ঘর গ্রাস করে নেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর যায়। কিন্তু ততক্ষণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫ কোভিড রোগীর। অসুস্থ আরো বেশ কয়েকজন।

Advt