Tuesday, December 2, 2025

সংক্রমণ বৃদ্ধি অব্যাহত, সরকারি হাসপাতালগুলিতে বাড়তে চলেছে কোভিড বেডের সংখ্যা

Date:

Share post:

রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালে কোভিড বেডের আকাল দেখা দিচ্ছে। এবার করোনা রুখতে তৎপর রাজ্যের প্রশাসন। ইতিমধ্যেই করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বেড বাড়ানো হয়েছে ৩৪০০ টি। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আরও ১০০০ টি বেড বাড়ানো হবে।

এম আর বাঙ্গুর হাসপাতালে বাড়ছে বেড। ২২০ টি শয্যা বাড়ানো হচ্ছে সেখানে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ২২০ বেডের কোভিড ওয়ার্ড খোলা হচ্ছে। হাওড়ার বালটিকুরি ইএসআই হাসপাতালে যেখানে ৪০০ টি শয্যা বিশিষ্ট একটি কোভিড ওয়ার্ড রয়েছে সেখানে আরও ২০০ টি শয্যা বাড়িয়ে ৬০০ কোভিড বেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজারহাটের সিএনসিআই হাসপাতালেও কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটের ওপর শহর থেকে শহরতলিরতে ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও ১০০০ বেড বাড়তে চলেছে। এছাড়াও ৪৫ টি বেসরকারি হাসপাতাল কোভিড বেড পাচ্ছে।

আরও পড়ুন-দেশজুড়ে ঘাটতি, ওদিকে গাফিলতিতে নষ্ট হলো ৪৪ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ

রাজ্য প্রশাসনের অধিকর্তারা মনে করছেন, রাজ্যে ভোট মিটলেই ব্যাপক হারে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। কারণ মিটিং-মিছিল-ভোট প্রচারে মানুষ কোভিড বিধি মানছেন না। ফলে সংক্রমিতের সংখ্যা বাড়বে।

সোমবারই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে তৈরি করা হবে বেশকিছু সেফ হোম ও কোয়ারেন্টাইন সেন্টার। আলিপুরে উত্তীর্ণ ভবনেই ৪00 শয্যার সেফহোম তৈরি হবে। এছাড়াও আনন্দপুরে ৭00 শয্যার, গীতাঞ্জলি স্টেডিয়ামে ২00 বেডের সেফ হোম তৈরি করার পরিকল্পনা করছেন। রাজ্য সরকার আরও বেশকিছু সেফ হোম তৈরির পরিকল্পনা আছে, জানালেন ফিরহাদ হাকিম । তিনি আরও বলেন, বাইরে দশটি করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে। গতকাল রাজ্য সরকারের সঙ্গে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির একটি জরুরি বৈঠক হয়। তাতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য । রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, এবারে গতবারের চেয়েও করোনার জন্য বাড়াতে হবে ২৫ থেকে ৩0 শতাংশ বেড।

Advt

spot_img

Related articles

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল...