লকডাউনের নির্দেশ মানবো না, সুপ্রিম কোর্টে যোগী আদিত্যনাথ সরকার

মানুষের জীবন নিয়ে খেলায় নেমেছে বিজেপি৷

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) উল্কাগতিতে বেড়ে চলেছে করোনা (Coronavirus) সংক্রমণ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt) ওই রাজ্যের ৫ শহর, প্রয়াগরাজ, লখনউ, বারাণসী, কানপুর এবং গোরক্ষপুরে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের (Lockdown) আদেশ দিয়েছিল৷

আর সেই নির্দেশিকার বৈধতা চ্যালেঞ্জ করে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ সরকার শীর্ষ আদালতে (Supreme Court) মঙ্গলবার আপিল করেছে৷ ওই রাজ্যের বিজেপি সরকারের দাবি, লকডাউনের নির্দেশ এখনই খারিজ করতে হবে৷

আরও পড়ুন-গত বছরের আতঙ্কের ছবি ফিরল দিল্লি বাস টার্মিনাসে, ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

উত্তরপ্রদেশের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় লকডাউনের ওই নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট৷ এই নির্দেশের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য, তারা ইতিমধ্যেই একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে৷ সংক্রমণ আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আগামীদিনে আরও বেশকিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে যোগী সরকার৷

এর পরেই সরকারের বক্তব্য, উত্তরপ্রদেশের পাঁচটি বড় শহরে যে সর্বাত্মক লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে তা মানা সম্ভব নয়৷ এই মুহূর্তে লকডাউনের পথে তারা যাবে না৷ তবে যারা নিজেরা বন্ধ করছে সেখানে সরকার হস্তক্ষেপও করবে না৷

Advt

Previous articleঈদের দিনে মুর্শিদাবাদের ভোটে আপত্তি জানিয়ে কমিশনে বামেরা
Next articleবিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ খেলবে ভারতীয় দল, জানাল আইসিসি