ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৭৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,৭৩৩.৮৪ (⬆️ ১.৬১%)

🔹নিফটি ১৪,৮৬৪.৫৫ (⬆️ ১.৪৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার আবারও বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজার। ৭৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২১১ পয়েন্ট।

আরও পড়ুন:পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৭৮৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৮৯.৭০ পয়েন্ট বা ১.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৩৩.৮৪। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার কি হবে ২১১.৫৯ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮৬৪.৫৫।

Advt

Previous articleপি এম কেয়ারস -এর টাকায় কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর : নরেন্দ্র মোদি
Next articleনজর এড়িয়ে ‘বেপাত্তা’ অনুব্রতকে নোটিশ দিয়ে সতর্ক করল কমিশন