Sunday, August 24, 2025

‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

Date:

Share post:

বাংলায় বিরোধী দল ছিলো কংগ্রেস ৷ সেখান থেকে এবার কংগ্রেস-শূন্য বিধানসভা৷ কেন এমন হলো, প্রদেশ নেতাদের (WBPCC) কাছে কৈফিয়ত তলব করেছেন কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ এই পরাজয়ের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রদেশ কংগ্রেসকে৷

সদ্যসমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) ভরাডুবি (congress setback) নিয়ে সোমবার সরব হলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC Meeting) সোনিয়া গান্ধী বলেছেন, “এই নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে”৷ বৈঠকে সোনিয়ার মন্তব্য, “আমাদের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে৷” পাঁচ রাজ্যের দলীয় নেতৃত্বের কাছে এর ব্যাখ্য চেয়েছেন সোনিয়া৷

আরও পড়ুন-ঢোঁক গিললেন মুকুল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুই

একইসঙ্গে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এদিনের বৈঠকে সোনিয়া বলেছেন, “দলের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে একটা ছোট কমিটি তৈরি করা হচ্ছে৷ ওই কমিটি সব কিছু খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দেবে”। সোনিয়া বলেছেন, “অসম ও কেরলে কেন আমরা ব্যর্থ হয়েছি, তা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে (WB) কেন আমরা শূন্য পেলাম, তার কারন খুঁজে বার করতে হবে। আমরা যদি বাস্তবের মুখোমুখি না হয়ে এই পরাজয়ের পর্যালোচনা করি, তাহলে সঠিক ছবি কিছুতেই সামনে আসবেনা”৷ ৫ রাজ্যের দায়িত্বে থাকা কংগ্রেস নেতাদের কাছে এভাবে দলের ভরাডুবি নিয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্তকে সোনিয়ার কঠোর মনোভাব প্রদর্শন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ একইসঙ্গে, দেশে করোনা পরিস্থিতিতে ফের এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সোনিয়া। আগেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সোনিয়া। এই পরিস্থিতিতে সরকারের সর্বদল বৈঠক ডাকা জরুরি বলে মত প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী।

Advt

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...