Thursday, May 8, 2025

‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

Date:

Share post:

বাংলায় বিরোধী দল ছিলো কংগ্রেস ৷ সেখান থেকে এবার কংগ্রেস-শূন্য বিধানসভা৷ কেন এমন হলো, প্রদেশ নেতাদের (WBPCC) কাছে কৈফিয়ত তলব করেছেন কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ এই পরাজয়ের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রদেশ কংগ্রেসকে৷

সদ্যসমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) ভরাডুবি (congress setback) নিয়ে সোমবার সরব হলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC Meeting) সোনিয়া গান্ধী বলেছেন, “এই নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে”৷ বৈঠকে সোনিয়ার মন্তব্য, “আমাদের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে৷” পাঁচ রাজ্যের দলীয় নেতৃত্বের কাছে এর ব্যাখ্য চেয়েছেন সোনিয়া৷

আরও পড়ুন-ঢোঁক গিললেন মুকুল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুই

একইসঙ্গে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এদিনের বৈঠকে সোনিয়া বলেছেন, “দলের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে একটা ছোট কমিটি তৈরি করা হচ্ছে৷ ওই কমিটি সব কিছু খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দেবে”। সোনিয়া বলেছেন, “অসম ও কেরলে কেন আমরা ব্যর্থ হয়েছি, তা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে (WB) কেন আমরা শূন্য পেলাম, তার কারন খুঁজে বার করতে হবে। আমরা যদি বাস্তবের মুখোমুখি না হয়ে এই পরাজয়ের পর্যালোচনা করি, তাহলে সঠিক ছবি কিছুতেই সামনে আসবেনা”৷ ৫ রাজ্যের দায়িত্বে থাকা কংগ্রেস নেতাদের কাছে এভাবে দলের ভরাডুবি নিয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্তকে সোনিয়ার কঠোর মনোভাব প্রদর্শন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ একইসঙ্গে, দেশে করোনা পরিস্থিতিতে ফের এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সোনিয়া। আগেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সোনিয়া। এই পরিস্থিতিতে সরকারের সর্বদল বৈঠক ডাকা জরুরি বলে মত প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী।

Advt

spot_img

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...