কাঠগড়ায় PM CARES, অভিযোগ, ফান্ডের টাকায় কেনা অধিকাংশ ভেন্টিলেটরই অকেজো

নরেন্দ্র মোদির PM CARES FUND ফের কাঠগড়ায়৷

এই তহবিলের টাকায় কেনা চিকিৎসা সামগ্রীর গুণমান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে৷ অভিযোগ, PM CARES FUND-এর অর্থে কেন্দ্রের কেনা ভেন্টিলেটর সহ অন্যান্য সামগ্রীর গুণমান এতটাই খারাপ যে তা ব্যবহার করা যাচ্ছে না, ফেলে রাখতে হচ্ছে।এইসব সামগ্রী খরিদ করেছে কেন্দ্রীয় সরকারই৷ এই অভিযোগ এসেছে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকে৷ কার মদতে কেন্দ্র এমন খারাপ জিনিস কিনেছে, সেই প্রশ্নও উঠছে।

অভিযোগ, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়, PM CARES FUND-এর অর্থে কেনা বেশকিছু ভেন্টিলেটর পাঞ্জাবকে দিয়েছিলেন মোদি সরকার। ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল PM CARES FUND-এর টাকায় কেনা ৮০টি ভেন্টিলেটর পেয়েছে। এক বছর পার হওয়ার আগেই ৭১টি ভেন্টিলেটর অকেজো হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, PM CARES FUND-এর তরফে দেওয়া অনেক ভেন্টিলেটরই ২-১ ঘন্টা চালু থাকার পর অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক ভেন্টিলেটর আবার নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছে৷ ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর ডাঃ রাজ বাহাদুর স্পষ্টভাবেই জানিয়েছেন, “ভেন্টিলেটরগুলি একেবারেই খারাপ। এগুলি মাঝেমাঝেই বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে আমরা এগুলির ব্যবহার বন্ধ করেছি।” করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে এই অকেজো ভেন্টিলেটরগুলিই মেরামতের কাজ শুরু করেছে পাঞ্জাব সরকার। রাজ্যের মুখ্যসচিব বিনি মহাজন মাত্র এক বছর আগে কেন্দ্রের দেওয়া এই সব ভেন্টিলেটর ও অন্যান্য বিকল চিকিৎসা- সামগ্রী সারানোর জন্য ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পাঞ্জাবকে ২৫ কোটি টাকায় ২৫০টি ভেন্টিলেটর দিয়েছিল। কিছু মেশিন এখনও স্বাস্থ্যদফতরের অফিসে প্যাকেট না খোলা অবস্থায় পড়ে রয়েছে। কিছু অকেজো। বিজেপি- শাসিত মধ্য প্রদেশের চিকিৎসকদের অভিজ্ঞতাও একদম এক। রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, হামিদিয়া হাসপাতালের এক চিকিৎসকের অভিযোগ, PM CARES FUND-এর টাকায় কেনা ভেন্টিলেটরগুলি চাপ নিতে পারছে না। আচমকাই নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এই সব খারাপ মেশিন বদলানোর অনুরোধ জানিয়ে চিকিৎসকেরা হাসপাতালের সুপারকে চিঠি দিয়েছেন। মধ্যপ্রদেশ সরকার অবশ্য দাবি করেছে, মেশিনগুলি ঠিকই আছে৷

PM CARES FUND-এর টাকায় কেনা এইসব নিম্নমানের চিকিৎসা সামগ্রী মোদি সরকার কোথা থেকে কিনেছে, কার মাধ্যমে কেনা হয়েছে, কত টাকায় কেনা হয়েছে, তা প্রকাশ্যে আনার দাবিও উঠেছে৷

আরও পড়ুন:মর্মান্তিক! করোনায় মৃত ছেলের দেহ আগলে বসে রয়েছেন পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা মা

 

Advt

Previous articleমর্মান্তিক! করোনায় মৃত ছেলের দেহ আগলে বসে রয়েছেন পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা মা
Next article২০ জনের করোনা পজিটিভ, বন্ধ করে দেওয়া হল খড়গপুর আইআইটি।