প্লাস্টিক ব্যাগ আর নয়, সুতির কাপড়ের ব্যাগে মোড়াতে হবে করোনা রোগীর মৃতদেহ

করোনা আক্রান্ত(coronavirus) ব্যক্তির মৃতদেহ(dead body) থেকে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য প্লাস্টিক ব্যাগের ভেতর মৃতদেহ ঢুকিয়ে সেই দেহ সৎকার করা হয়। এর জেরেই তৈরি হয়েছে সমস্যা। প্লাস্টিক ব্যাগ(plastic bag) সহ মৃতদেহ চুল্লিতে ঢোকানোর জেরে প্লাস্টিক গলে আটকে যাচ্ছে চুল্লি। এই সমস্যা থেকে রেহাই পেতে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য পুরকমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। অবশেষে সেই আবেদন মেনে নিল রাজ্য সরকার।

আরও পড়ুন:গঙ্গায় ভেসেছে করোনা রোগীর মৃতদেহ, স্বীকার করেছে যোগী-প্রশাসন

জানা গিয়েছে, দেহ সৎকারে যাতে সমস্যা না হয় তার জন্য এখন থেকে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা হবে কোভিড মৃতদেহের জন্য। মৃতদেহ মোড়ানোর জন্য ইতিমধ্যেই সুতির কাপড়ের ব্যাগ তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, একাধিক শ্মশানের তরফে অভিযোগ তোলা হয়েছিল কোভিড মৃতদেহ প্লাস্টিক ব্যাগ সহ চুল্লিতে ঢোকানোর কারণে প্লাস্টিক গলে আটকে যাচ্ছে চুল্লি। একের পর এক মৃতদেহ এইভাবে পোড়ানোর জন্য সমস্যা গুরুতর হয়ে উঠেছে। চুল্লি জ্যাম হয়ে যাওয়ার ফলে তা পরিস্কার করে ফের মৃতদেহ সৎকারে সময় লাগছে অনেকটা। এই অবস্থা থেকে রেহাই পেতে পুরসভার কাছে আবেদন জানানো হয় শ্মশান কর্তৃপক্ষের তরফে। পুরসভার তরফে সেই আবেদন পৌঁছয় রাজ্য সরকারের কাছে। অবশেষে এই অনুরোধ মেনে দিল রাজ্য সরকার। যার ফলে এখন থেকে আর প্লাস্টিক ব্যাগে নয়, সৎকারে সুবিধের জন্য কোভিদ মৃতদেহ পোড়ানো হবে সুতির কাপড়ের ব্যাগে।

Advt

Previous articleগঙ্গায় ভেসেছে করোনা রোগীর মৃতদেহ, স্বীকার করেছে যোগী-প্রশাসন
Next articleতৃণমূলের রাজ্যসভা প্রার্থী কে কে হতে পারেন?