Thursday, January 15, 2026

রাতেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন Tauktae, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী-বায়ুসেনা-নৌবাহিনী

Date:

Share post:

সোমবার রাতেই গুজরাত উপকূলে উনার কাছে আছড়ে পড়বে Tauktae। যদিও সবরকম পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনী। এনডিআরএফ সূত্রে খবর, ১০০ টি দলের মধ্যে ৭৯ দল এখন সমস্ত প্রভাবিত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ১৪ টি দল। সেইসঙ্গে ২২ দল গাজিয়াবাদ, ভাতিণ্ডা, ভুবনেশ্বর ও বিজয়ওয়াড়ায় ২২ দলকে প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা-ভারালি সমুদ্রের সংযোগস্থলে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। Tauktae বর্তমানে রাজধানীর ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বৃহন্মুবাই মিউনিসিপাল কর্পোরেশনের একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মুম্বই মনোরেল সমস্ত কার্যক্রম এক দিনের জন্য স্থগিত করেছে। মুম্বই মনোরেল একটি টুইট বার্তায় বলেছে, যাত্রীদের নিরাপত্তার জন্য এটি একটি তাত্ক্ষণিক সিদ্ধান্ত ছিল। Tauktae-এর জেরে মুম্বই বিমানবন্দর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন-‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন রত্না

দক্ষিণ-পূর্ব আরবসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে ব্যাপক শক্তি অর্জন করেছে Tauktae। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ রয়েছে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে। মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এনডিআরএফের মোট ৫৩ টি দল মোতায়েন করা হয়েছে দেশের পশ্চিম উপকূলে। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দেশের বিভিন্ন এয়ার বেসে ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ টি হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত। এছাড়াও বায়ুসেনার আইএল-৭৬ এয়ারক্র্যাফ্টে এনডিআরএফের মোট ১২৭ জওয়ান ও ১১ টন সামগ্রী পাঞ্জাবের ভাতিণ্ডা থেকে গুজরাটের জামনগরে পৌঁছে দিয়েছে। একইসঙ্গে একটি সি-১৩০ হারকিউলিস বিমান ২৫ জওয়ান ও ১২.৩ টন সামগ্রী ভাতিণ্ডা থেকে রাজকোটে পৌঁছে দিয়েছে। নৌসেনা সূত্রে খবর, কোচির দক্ষিণ কম্যান্ড ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে।

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...