নারদ-কাণ্ড : কর্মী-সমর্থকদের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন মদন-জায়ার

গত সোমবার সিবিআই আধিকারিকরা নারদ কাণ্ডে গ্রেফতার করেছেন অভিযুক্ত ৪ নেতা-মন্ত্রীকে। তারপরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলছে। দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়-সহ কলকাতার বেশ কিছু জায়গায়।

আপাতত ওই মামলা গিয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার সেই শুনানির আগে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন মদনের স্ত্রী অর্চনা মিত্র।

 

আরও পড়ুন: জুনের মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চায় সরকার

মঙ্গলবার রাতে মদন মিত্রর ফেসবুক অ্যাকাউন্টে অর্চনা আবেদন করে লিখেছেন, ‘মদন মিত্রের পক্ষ থেকে আমি অর্চনা মিত্র, ওঁর স্ত্রী হয়ে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন সহকর্মী এবং বাংলার তৃণমূল কর্মীদের অনুরোধ করছি, বিধানসভা, কলকাতা হাইকোর্ট বা তার আশপাশে কোনও জমায়েত করবেন না’।

Advt

Previous articleজুনের মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চায় সরকার
Next articleCBI-ডিরেক্টর পদ ৩ মাস ফাঁকা, কে সিদ্ধান্ত নিচ্ছে, উঠছে প্রশ্ন