ক্রিকেটারদের জুতো দেওয়ার সাধ‍্য নেই জিম্বাবয়ের, স্পনসর চেয়ে টুইট বার্লের

যেখানে আজকের দিনে আইপিএলের( ipl)মতন কোটি কোটি টাকার ক্রিকেট লিগ হচ্ছে। আইসিসি কোটি কোটি টাকা খরচা করে বিশ্বকাপের মতন আসর বসাচ্ছে। সেখানে বিশ্বকাপ খেলা একটি দেশ নিজেদের দলের ক্রিকেটারদের জুতো অবধি দিতে পাচ্ছে পা। হ‍্যাঁ, এই করুন অবস্থা দেখা গিয়েছে জিম্বাবয়ে। রবিবার জিম্বাবয়ের এক ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় আঠা দিয়ে জুতো ঠিক করছেন তিনি। ক‍্যাপসনে লিখেছেন কেউ দলকে স্পনসর করলে এই আঠা লাগানো জুতো পড়তে হত না।

হেনরি ওলুঙ্গা, অ‍্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ারদের দেশ আজ আর্থিক সঙ্কটে। সে দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্দশা চিত্র ধরা পড়ল রায়ান বার্লের( ryan burl)পোস্টে।

এদিন বার্লে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় একটি ছেড়া জুতো আঠা এবং যন্ত্রপাতি দিয়ে ঠিক করছেন। সেখান তিনি ক‍্যাপশন দিয়ে লেখেন,” জুতোর কম্পানি যদি জাতীয় দলকে স্পনসর করত, তাহলে প্রতি সিরিজের পর নতুন করে আঠা দিয়ে ছেঁড়া জুতো লাগিয়ে পড়তে হত না।”

এরপরই  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বার্লের পোস্ট। যা নিয়ে রীতিমতো সরগল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

Advt

Previous articleকরোনার দ্বিতীয় ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইল শিল্প
Next articleকরোনাকালে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য রাখা হলো দুই বিকল্প প্রস্তাব