লক ডাউনে দুঃস্থদের জন্য অন্নশিবির

লকডাউন পরিস্থিতিতে দুঃস্থদের জন্য খাবারের শিবির। উত্তর কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে কবিরাজবাগানে। সুপার গোল্ড আর স্টার গোল্ড ক্লাবের উদ্যোগ। ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, জেলার তৃণমূল যুব সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, প্রশান্ত হাজরা, সম্রাট ঘোষ। মৃত্যুণ বলেন,” লক ডাউনে অসংগঠিত শ্রমিক ও আয়হীন দুঃস্থদের জন্য রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে। আমরা এই কর্মযজ্ঞের শরিক।” করোনা সাবধানতা মেনেই একাধিক শিবির চলছে।

আরও পড়ুন- কোভিডে বাবা-মা হারা শিশুদের শিক্ষা-স্বাস্থ্যের সব খরচ দেবে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর

Pp

Advt