বড় সঙ্ঘাতের ইঙ্গিত? আপাতত টিভিতে কোনও বক্তা পাঠাবে না বিজেপি

প্রধানমন্ত্রীর বৈঠকে গরহাজির এবং আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কী বড়সড় সঙ্ঘাতের পথেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দিল্লির নেতারা? দিল্লির নেতারা রাজ্য বিজেপি নেতাদের একটি নির্দেশ পাঠিয়েছেন। কার্যত সেই নির্দেশই জল্পনাকে উস্কে দিয়েছে।

কী সেই নির্দেশ? দিল্লির নেতাদের কড়া নির্দেশ, আপাতত রাজ্য বিজেপির কোনও নেতা বাংলার কোনও টিভি চ্যানেলের আলোচনায় অংশ নেবেন না। কেন নেবেন না? কারণ নেতারা চাইছেন না চ্যানেলের আলোচনা বা উত্তপ্ত বিতর্কের কারণে যেন কোনও বেফাঁস কথা বেরিয়ে যায়। বিজেপির একটি সূত্রের অনুমান, পশ্চিমবঙ্গকে সামনে রেখে সাম্প্রতিক বিতর্কের জেরে কেন্দ্রীয় সরকার হয়তো কোনও বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। নেতাদের আলোচনায় যাতে এই পদক্ষেপে কোনও সমস্যা না তৈরি হয়, তারজন্যই এই আগাম সতর্কতা।

তাহলে কী সিদ্ধান্ত? সাংবিধানিক সঙ্কটের উদাহরণ তুলে কড়া কোনও পদক্ষেপ? নাকি অন্য কিছু? প্রবল জল্পনা চলছে।

আরও পড়ুন- নিজের উদ্যোগে পিছিয়ে পড়া মানুষের পাশে ওসি সৌভিক

Advt

Previous articleনিজের উদ্যোগে পিছিয়ে পড়া মানুষের পাশে ওসি সৌভিক
Next articleজাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে আজ প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র