রাতে ঘুমিয়েছেন, খেয়েছেন, কথাও বলেছেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ বুদ্ধবাবু

চিকিৎসায় ক্রমশই ভালো সাড়া দিচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( ex Chief minister buddhadev Bhattacharya)। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে গতকাল রাতে বুদ্ধবাবুর ভাল (he is feeling well now) ঘুম হয়েছে। নিজেই হাতে করে খাবার খেয়েছেন। চিকিৎসকদের সঙ্গে বেশ অনেকটা সময় ধরেই কথাও বলছেন । মঙ্গলবার সকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী(medical bulletin of Tuesday morning), আগের তুলনায় বেশ অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গিয়েছে আপাতত ভয়ের কোনও কারণ নেই । আস্তে আস্তে সুস্থ হচ্ছেন বুদ্ধবাবু। চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা বর্তমানে ৯৫ শতাংশ। মিনিটে তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে ১-২ লিটার। তবে এখনও বাইপ্যাপেই রাখা হয়েছে। রক্তচাপ স্বাভাবিক। হৃদ্‌স্পন্দন মিনিটে ৬৫। রক্তে শর্করার পরিমাণও ঠিক আছে। কয়েকদিন ধরে শুকনো কাশি হচ্ছিল। কি থেকে এই কাশি তা জানার জন্য বুকে দু’বার এক্স-রে করা হয়েছিল। কাশিও এখন অনেকটাই কম। পাশাপাশি তাঁর রেমডিসেভর এর কোর্স সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে।

Previous articleইস্যু ভ্যাকসিন: এনডিএ-বিরোধী জোটের বার্তা দিয়ে মমতাকে চিঠি বিজয়নের
Next articleরামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, অতিমারিতে ‘Black Day’ পালন চিকিৎসকদের