টানা বৃদ্ধির পর অবশেষে ধাক্কা খেল শেয়ারবাজার, ৮৫ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,৮৪৯.৪৮ (⬇️ -০.১৬%)

🔹নিফটি ১৫,৫৭৬.২০ (⬆️ +০.০১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫২ হাজারের গণ্ডি পেরিয়েছিল শেয়ারবাজার। তবে বুধবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৮৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। তবে সেনসেক্সের পতন হলেও সামান্য বেড়েছে নিফটি। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৫.৪০ পয়েন্ট বা -০.১৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৮৪৯.৪৮। এনএসই নিফটি (NSE Nifty) ১.৩৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে হয়েছে ১৫,৫৭৬.২০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Previous article“বন্ধ সময়ে জীবনের গান/ প্রতি রবিবার রক্তদান”, মহামারিতে মানব সেবায় যুবক সঙ্ঘ
Next articleদেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!