Monday, August 25, 2025

এই প্রথম নবাগত সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল

Date:

Share post:

মা  হয়ে কথা দিয়েছিলেন মাতৃত্বের আনন্দ, মাতৃত্বের গর্ব, মাতৃত্বের অহংকার, মা হওয়ার সুখটুকু ভাগ করে নেবেন সবার সঙ্গে। কথা রাখলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ঠিক ১৩ দিনের মাথায় সদ্যোজাত পুত্র সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। বাবা মায়ের কোলে ছোট্ট দেবয়ান (Devyaan Mukhopadhyaya)। আর এই পুঁচকে একরত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মুহূর্ত বিলম্ব হয়নি। ছেলেকে কোলে নিয়ে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ‘মা’ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সঙ্গে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় (Shiladitya Mukhopadhyaya) ।

 

নিজেদের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি – দেবয়ান মুখোপাধ্যায় (Devyaan Mukhopadhyaya)। গত ২২ মে জীবনে এসেছে এবং জীবনের অর্থটাই বদলে দিয়েছে। রামধনুর সাত রঙে আমাদের জীবনটাকে রঙিন করে দিয়েছে। জন্ম মুহূর্ত থেকে প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে। এ এমন এক ভালবাসা যা শুধু একজন বাবা এবং মাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।”

 

গত ২২ মে পুত্রসন্তানের জন্মের কথা জানিয়েছিলেন শ্রেয়া এবং শিলাদিত্য। সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনওদিন অনুভব করিনি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে পুরোপুরি বাঙালি রীতি ও আচার মেনে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তারও ১০ বছর আগে থেকে তাঁদের প্রেমপর্ব চলছিল।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...