Tuesday, August 26, 2025

বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক জিতিন প্রসাদ

Date:

Share post:

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো কংগ্রেস(Congress)। বুধবার দিল্লির দীনয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের জাতীয় পর্যবেক্ষক তথা এআইসিসি-র সাধারণ সম্পাদক জিতিন প্রসাদ(Jitin Prasad)। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েলের(Piyush Goyal) হাত ধরে বিজেপি শিবিরে যোগ দেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা বড় ধাক্কা কংগ্রেসের জন্য।

লোকসভা নির্বাচনের পর বাংলার পর্যবেক্ষক গৌরব গগৈ কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পান। এরপরই বাংলা কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয় জিতিনকে। বিগত দুই বছর ধরে এই দায়িত্ব সামলেছেন তিনি। বামফ্রন্ট-কংগ্রেস ও আইএসএফের মধ্যে জোট হয়েছিল তাঁর পর্যবেক্ষণেই। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হারের পর কার্যত বেপাত্তা ছিলেন জিতিন। অবশেষে বিজেপিতে যোগ দিতে দেখা গেল তাঁকে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জিতিন যে বিজেপি শিবিরে যোগ দেবেন এই ইঙ্গিত আগেই তাদের কাছে ছিল। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে দাপুটে এই কংগ্রেস নেতার দলত্যাগ কংগ্রেস শিবিরের জন্য যে জোর ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে রাজনৈতিক মহলের দাবি, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ভোটের কথা মাথায় রেখেই জিতিনকে দলে নিয়েছে বিজেপি। উল্লেখ্য, একেবারে ছাত্র অবস্থা থেকেই বাবা জিতেন্দ্র প্রসাদের হাত ধরে কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি হয় জিতিনের। ২০০৯ সালে উত্তরপ্রদেশের ধুয়ারা লোকসভা থেকে কংগ্রেসের প্রতীকে সাংসদও হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রীও হয়েছিলেন। পরে তাঁর দফতর বদলে ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১১% ডিএ বাড়ছে! মিলবে না এরিয়ার

এদিকে জিতিনের বিজেপি যোগের পর জাতীয় রাজনীতির পাশাপাশি বঙ্গ রাজনীতিতেও গুঞ্জন উঠতে শুরু করেছে। এহেন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘ওনার বিজেপি যোগে এটাই প্রমাণিত হয় বঙ্গ বিধানসভা নির্বাচনে আমাদের যে ভরাডুবি হয়েছে তার পেছনে ওই নেতার হাত ছিল। এইসব লোক যদি পর্যবেক্ষক হন তাহলে রাজ্যের সাংগঠনিক উন্নতি করা কখনোই সম্ভব নয়।’

Advt

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...